চট্টগ্রাম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

‘পণ্যের মান বজায় রাখতে বিএসটিআইকে নজরদারি বাড়াতে হবে’

অনলাইন ডেস্ক

২০ মে, ২০২৪ | ৬:১২ অপরাহ্ণ

চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন, উৎপাদন ও বিপণনের প্রতিটি ধাপে পণ্যের মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সচেষ্ট থাকতে হবে এবং বিএসটিআইকে এ ব্যাপারে নজরদারি বাড়াতে হবে। রবিবার ( ১৯ মে) বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের উদ্যোগে চট্টগ্রাম সার্কিট হাউজের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

আলোচনা সভায় বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. মাজাহারুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সহ সভাপতি  এস এম নাজের হোসেন।

 

উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ এর সহকারী পরিচালক  মো. আনিসুর রহমান, ইউনিলিভারের প্রতিনিধি মো. রিফাত মাহমুদ, বনফুল এন্ড কোং এর প্রতিনিধি  শাহ কামাল মোস্তফা, হাইডেলবার্গ সিমেন্টের প্রতিনিধি শেখ সেলিনা রহমান, আবুল খায়ের কনজ্যুমার এর প্রতিনিধি  জহিরুল ইসলাম।

 

এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য বিষয়  ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’। সারাবিশ্বে খাদ্য নিরাপত্তায় টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে পরিমাপের বিষয়টি নিশ্চিত করাই এ বছর দিবসটি উদযাপনের মূল লক্ষ্য।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট