চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

প্রবাসীর ১৬ ভরি স্বর্ণ ছিনতাই, এসআইসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৪ | ৭:৪৬ অপরাহ্ণ

আব্দুল মালেক নামে এক প্রবাসীর ১৬ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের এক উপ-পরিদর্শকসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় অপর একজন পালিয়ে গেছে বলে জানা গেছে।

 

রবিবার (১৯ মে) দুপুর সোয়া ২টার দিকে নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে তাদেরকে আটক করে খুলশী থানা পুলিশ।

 

আটকরা হলেন- চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও সোর্স মো. জাহেদ।

 

জানা যায়, ঘটনার সময় পথচারীরা দেখতে পেয়ে তাদের তিনজনকে ধাওয়া করে। পরে এসআই আমিনুলসহ দুজনকে আটক করতে সক্ষম হয় তারা। তবে অপর একজন পালিয়ে যায়। এরপর খুলশী থানা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) কাজী মো. তারেক আজিজ বলেন, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় খুলশী থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মামলার বিষয়ে জানতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট