চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ইফতার সামগ্রী বিতরণ বিভিন্ন স্থানে অসহায় গরিবের প্রতি সহানুভূতির আহ্বান

মফস্বল ডেস্ক

৭ মে, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে গরিব-অসহায় নারী-পুরুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, মাহে রমজান ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতির শিক্ষা দেয়। তারা অসহায় ও গরীবের প্রতি সহানুভূতির আহবান জানান।
উরকিরচর: রাউজানের উরকিরচরে স্বেচ্ছাসেবী সংগঠন আবদুল আজিজ ইউছুপ, আলহাজ সৈয়দ আবদুল মান্নান, আলহাজ আবদুল জব্বার মিয়াজী ফাউন্ডেশনের উদ্যোগে ১১০০ দুস্থ পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি থেকে ইফতারসামগ্রী তুলে দেন রেলপথ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহিউদ্দীন ইমনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন দানবীর আবদুল আজিজ-ইউছুপ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ এস এম ইউছুপ, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক শফিউল আলম, উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল কান্তি বড়–য়া, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আইয়ুব, সমাজসেবক ছগির আহমেদ, সরওয়ারুল আলম, এস এম জাহাঙ্গীর আলম সুমন, ইউপি সদস্য আইরুন নেছা নিলু, মাহাবুব আলম, রফিকুল ইসলাম, জানে আলম, নাছির উদ্দীন, নুরুল আবছার, অমিত বড়–য়া, কাউছার আলম, মো. সেলিম, যুবলীগ নেতা মনিরুল ইসলাম, সাইফুদ্দীন সাইফ, মো. সালাউদ্দীন, আরমান হোসেন, এমরান হোসেন মনির, তবারক হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহেদুল আলম, মো. রায়হান প্রমুখ।
সাইফুদ্দিন স্মৃতি সংসদ: পটিয়ার নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলার ধলঘাট ইউনিয়নের ক্যাম্প এলাকায় গত শুক্রবার বিকালে সাইফুদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে ইউনাইটেড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির অর্থায়নে দুস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ধলঘাট ইউনিয়ন নাগরিক কমিটি’র সাধারণ সম্পাদক শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনাইেটেড মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. এর পরিচালক মো. দিদারুল আলম। পটিয়া গাউছিয়া হক কমিটি’র সমন্বয়কারী মফিজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক মো. জসীম উদ্দিন, মো. ইকবাল হোসেন, মো. শওকত হোসেন, নুরুল ইসলাম শানু, ম্যানেজার মো. শহিদুল রহমান সোহেল, শিমুল দে, মনির, সমীর দে, নুুরুল আলম প্রমুখ। পরে নেতৃবৃন্দ প্রায় ৩ শত পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট