চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

কুতুবদিয়ার কাছে এমভি আবদুল্লাহ, নোঙর করবে সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৪ | ৪:৫৮ অপরাহ্ণ

সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ প্রায় এক মাস পর আজ সোমবার দুপুরে বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে। জাহাজটি মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের পাশেই অবস্থান করছে। সন্ধ্যায় বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় এসে নোঙর করার কথা রয়েছে।

 

জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া ফোকাল পার্সন মিজানুল ইসলাম বলেন, এমভি আবদুল্লাহ সন্ধ্যা ৬টার দিকে কুতু্বদিয়া চ্যানেলে নোঙর করবে। তারপর সেখানে পণ্য খালাস শুরু করবে। আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে নাবিকরা সবাই সদরঘাটে কেএসআরএমের জেটিতে উপস্থিত হবেন। সেখানে গণমাধ্যম কর্মীরা নাবিকদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।

জাহাজে ৫৬ হাজার ৩৯১ টন টন পাথর আছে। কুতুবদিয়া চ্যানেলে দুইদিন পণ্য খালাসের পর বাকি পণ্য খালাসের জন্য চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজটি নিয়ে আসার কথা রয়েছে।

 

গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে কেএসআরএম গ্রুপের এই জাহাজটি ছিনতাই করেছিল সোমালিয়ার দস্যুরা। মুক্তিপণ দিয়ে ৩৩ দিনের মাথায় ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। এরপর জাহাজটি প্রথমে আমিরাতের আল-হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল জাহাজটি। এ হিসেবে ১৩ দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছাল।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন