চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে জুয়ার আসর থেকে ১২ জন ধরা

নিজস্ব প্রতিবেদক

১২ মে, ২০২৪ | ৪:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের হালিশহরে জুয়ার আসর থেকে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ মে) সবুজবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ২ হাজার ১৩০ জব্দ করা হয়। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ সিরাজ ভান্ডারী (৭৪), মোহাম্মদ নুরুল ইসলাম (৩৬), মোহাম্মদ জহির (৩৫), আবুল বশর (৪৭), মোহাম্মদ ইব্রাহিম (৫৫), মোহাম্মদ হোসেন মিয়া (৪৫), ইকবাল হোসেন জুয়েল (৩৫), মোহাম্মদ আবুল কালাম (৪২), মোহাম্মদ আজিজুল হক (৫০), মো. আবু হেনা (৫০), মো. সহর উদ্দিন (৩৫) ও মোহাম্মদ হুমায়ুন (৩৫)।

ওসি মো. কায়সার হামিদ বলেন, সবুজবাগ এলাকায় জুয়ার আসর থেকে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট