চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

শাহ আমানত বিমানবন্দরে সাতটি সোনার বার উদ্ধার

অনলাইন ডেস্ক

১০ মে, ২০২৪ | ১১:৪৪ অপরাহ্ণ

শাহ আমানত বিমানবন্দরে ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি সোনার বার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ মে) জাতীয় গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা রাত ৯টা ২০ মিনিটে ৭০ লাখ টাকা মূল্যের এসব বার উদ্ধার করেন।  

 

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সোর্সের তথ্যের ভিত্তিতে যৌথ অভিযানে আন্তর্জাতিক আগমনী এক নং কনভেয়ার বেল্ট এর পাশের ওয়াশরুমে ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় সাতটি সোনার বার উদ্ধার করা হয়। বারগুলো সিগারেটের প্যাকেটের ভিতরে লুকায়িত ছিল। এসব বার এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের G9-520 যোগে বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে  বলে ধারণা করছেন গোয়েন্দারা।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট