চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

হালিশহর ও পাঁচলাইশে ৩ সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৮ মে, ২০২৪ | ১০:৩৯ অপরাহ্ণ

নগরীর হালিশহর ও পাঁচলাইশ থানায় সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেপ্তার করেছে পুলিশ । বুধবার (৮ মে) হালিশহর থানাধীন রঙ্গীপাড়া ও বায়েজিদ থানাধীন নয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সব্যসাচী মজুমদার পূর্বকোণ অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানাধীন রঙ্গীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিআর মামলায় ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত আসামি কামরুল হাসান রিপন (৪৫) কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফ হোসেন পূর্বকোণ অনলাইনকে জানান, বায়েজিদ থানাধীন নয়ারহাট এলাকায় অভিযান পরিচালনা করে ২৩টি সিআর সাজা ও ১০টি সিআর ওয়ারেন্টভূক্ত আসামি মো. আব্দুল্লাহ আল মামুন (৪৪) এবং ৩টি সিআর সাজা পরোয়ানাভূক্ত আসামি মো. ইব্রাহিম (৩৭) কে গ্রেপ্তার করা হয়।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট