চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী বিমান বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট (বিজি-১৪৭) থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) বিকেলে ওই উড়োজাহাজের ১৭এ সিটের ওভারহেড বিনের ভেতর থেকে একটি ব্যাগ উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। পরে স্কানিং করলে ব্যাগটির ভেতর ১ হাজার ৮৭৫ পিস সৌদি রিয়াল এবং ১০০ পিস মার্কিন ডলারের নোট পাওয়া যায়।