চট্টগ্রাম শুক্রবার, ১৭ মে, ২০২৪

সর্বশেষ:

দুই নারীকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় বায়েজিদে গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

২ মে, ২০২৪ | ৯:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদে দুই নারীকে পতিতাবৃত্তিতে বাধ্য করায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুই ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ মে) দিবাগত রাতে রূপনগর আবাসিকের ১ নম্বর গলির একটি ভবনের ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আরাফাতুল ইসলাম (৩০),  ফারজানা বেগম (৩০),  আবু ওমর (৩২), মো. আনসার (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম।

তিনি জানান, রূপনগর আবাসিকের ১ নম্বর গলির একটি ভবনের
ফ্ল্যাট থেকে দুই ভিকটিমকে উদ্ধার করা হয়। পরে ভিকটিমদের জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করার অপরাধে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশকে ভিকটিম লায়লা (ছদ্মনাম) জিজ্ঞাসাবাদে জানায়, তিনি গত ১৯ এপ্রিল চাকরির খোঁজে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট আসলে আরাফাতুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। এই পরিচয়ের সুবাদে ভিক্টিমকে চাকরি দেওয়ার কথা বলে ফ্ল্যাটে নিয়ে যায় এবং সেখানে ফারজানা বেগম নামে এক নারীর সাথে পরিচয় করিয়ে দেয়। তখন ভিকটিম লায়লা সেখানে আরেক ভিকটিমকে দেখতে পান। ওই বাসায় থাকাকালে আসামি আরাফাতুল ইসলাম ও ফারজানা বেগম  ওই নারীকে বাইরে থেকে খদ্দের এনে যৌন নিপীড়নে বাধ্য করে। বিষয়টি দেখে লায়লা বাসা থেকে চলে আসতে চাইলে তখন আরাফাতুল ইসলাম ও ফারজানা বেগম তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে এবং পতিতাবৃত্তি করতে বাধ্য করে।

এসআই মো. আজহারুল ইসলাম জানান, আরাফাতুল ইসলাম ও  ফারজানা বেগমের নামে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট