চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করলে বা নির্বাচন নিয়ে কোনো ধরনের গুজব ছড়ালে ছাড় নেই। আচরণবিধি মেনেই নির্বাচনের প্রচার-প্রচারণা চালাতে হবে। সোমবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক বলেন, যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে সন্ধীপে নির্বাচনের আগের দিন ব্যালট পেপার পাঠাবো, আর অন্যান্য উপজেলার কেন্দ্রগুলোতে ভোটের দিন সকালে ভোট গ্রহণের আগে ব্যালট পেপার পাঠানো হবে। এ নির্বাচনে কোনো ধরনের অনিয়ম গ্রহণযোগ্য হবে না। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে এবং বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসনের উপ-পরিচালক (স্থানীয় সরকার) লুৎফুন নাহার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী, উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট সাইফুল্লাহ হাবীব, সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অতনু চক্রবর্ত্তী, র্যাবের এএসপি মোজাফফর হোসেন, বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরীন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, সন্ধীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা, সীতাকুণ্ড থানার ওসি মো. কামাল উদ্দিন, মিরসরাই থানার ওসি মো. সহিদুল ইসলাম, জোরাগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল-হারুন, সন্ধীপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন।
উল্লেখ্য, জেলা প্রশাসক বলেন, আগামী ৮ মে চট্টগ্রামের সন্ধীপ, মীরসরাই ও সীতাকুন্ড উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/আরআর/পারভেজ