চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

তাপপ্রবাহ: এবার অনলাইন ক্লাসের সিদ্ধান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৪ | ৫:২৫ অপরাহ্ণ

সারাদেশে চলমান তাপপ্রবাহের কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরীক্ষা সশরীরে হবে।

 

আজ রবিবার (২১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, সারাদেশে চলমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হবে। তবে পরীক্ষা সশরীরে হবে এবং শাটল ট্রেন ও অফিস যথারীতি চলবে।

 

উল্লেখ্য, একই কারণে আজ অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট