চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

চাক্তাইয়ে ৫০০ বস্তা ভারতীয় চিনিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৪ | ২:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের চাক্তাইয়ে অবৈধভাবে আমদানি করা ৫০০ বস্তা ভারতীয় চিনিসহ মো. বোরহান আলমদার (২৭) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত একটি লরিও জব্দ করা হয়।

 

গ্রেপ্তার বোরহান আলমদার পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার আলমদার পাড়ার মো. আমিন শরীফের ছেলে।

 

শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় বাকলিয়া থানাধীন মধ্যম চাক্তাই চাউলপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, চাক্তাই চাউলপট্টি এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে বিক্রির উদ্দেশে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় বোরহান আলমদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ৫০০ বস্তা (২৫ মেট্রিকটন) চিনিসহ একটি লরি জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে অবৈধভাবে মজুদ রেখে অধিক মূল্যে বিক্রি করে আসছে সে। উদ্ধার ভারতীয় চিনির আনুমানিক মূল্য সাড়ে ৩৭ লাখ টাকা। গ্রেপ্তার আসামিকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট