
চট্টগ্রামে নয়টি চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. সামছুল হককে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (৩ এপ্রিল) নগরীর জালালাবাদ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সামছুল হক ভূজপুরের বড়বিল চিকনছড়ার অলি আহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
জানা যায়, সামছুল হক কক্সবাজার এবং চট্টগ্রামের বিভিন্ন ঠিকানা ব্যবহার করে ঢাকা ব্যাংক, কক্সবাজার শাখাসহ বিভিন্ন ব্যাংক থেকে প্রায় চার কোটি টাকা লোন নিয়ে তা পরিশোধ না করায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন আদালতে ২০১৭-২০১৮ সালে একাধিক মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তার সামছুল হক আত্মগোপন করেন। পরবর্তীতে কক্সবাজার ও চট্টগ্রামের বিভিন্ন আদালত আসামিকে দোষী সাব্যস্থ করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানসহ অর্থদণ্ড প্রদান করে একাধিক সাজা পরোয়ানা ইস্যু করে।
পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুর রহমান জানান, সামছুল হকের পরিবারের লোকজন জালালাবাদ হাউজিং এ বসবাস করলেও, সে গ্রেপ্তার এড়ানোর জন্য পালিয়ে বেড়াতেন। আজ বুধবার সামছুল হক পরিবারের সাথে দেখা করতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, মো. সামছুল হক পাঁচলাইশ, ভূজপুর এবং কক্সবাজার সদর থানাসহ তিন থানার মোট নয়টি মামলায় চার বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং চার কোটি টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি।
পূর্বকোণ/জেইউ/পারভেজ