চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন যুবক

নিজস্ব প্রতিবেদক

১ এপ্রিল, ২০২৪ | ১০:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামে মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন মো. ইকবাল ছিদ্দিক (২৮) নামে এক যুবক। ১৪ ঘণ্টা পর তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

 

সোমবার (১ মার্চ) দুপুর ২টার দিকে তাকে অসুস্থ অবস্থায় নগরীর খুলশী এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে রবিবার রাতে তিনি মলম পার্টির খপ্পরে পড়েন বলে জানা গেছে।

 

ভুক্তভোগী মো. ইকবাল ছিদ্দিক কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের অলি বাড়ির ছিদ্দিক আহম্মদের ছেলে।

 

ইকবাল ছিদ্দিকের বড় ভাই মো. অলি আহমেদ জানান, ইকবাল ছিদ্দিক গতকাল রাত ৮টার দিকে ঈদের কেনাকাটা করতে নিউমার্কেটে যান। সেখানে গিয়ে পড়েন মলম পার্টির খপ্পরে। রাতে বাসায় না ফেরায় ইকবালের পরিবার চিন্তায় পড়ে যায়। অবশেষে ১৪ ঘণ্টা পর নগরীর খুলশী এলাকাস্থ মার্কেট খুলশী টাউনের সামনে ইকবালের খোঁজ মিলে। তার কাছ থেকে তেমন কিছুই পাওয়া যায়নি।

 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, খুলশী এলাকায় মলম পার্টির খপ্পরে কেউ পড়েনি। অন্য জায়গায় এক ব্যক্তিকে মলম পার্টি ধরেছে। কিন্তু তাকে খুলশী টাউনের সামনে থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন