চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

সৌদি ফেরত যাত্রীর কাছ থেকে কোটি টাকার সোনার চুড়ি জব্দ

অনলাইন ডেস্ক

১৫ মার্চ, ২০২৪ | ৫:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা রফিকুল ইসলাম বকুল নামের এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২২০ গ্রামের ৩২টি সোনার চুড়ি জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা । আটক সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২২ লাখ টাকা। শুক্রবার (১৫ মার্চ) সকালে গতিবিধি সন্দেহজনক হওয়ায়  তার ব্যাগেজ তল্লাশি করে এসব সোনার চুড়ি জব্দ করা হয়। 

 

শুক্রবার সকাল ৯টা ২ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটযোগে চট্টগ্রাম পৌঁছেন রফিকুল। এরপর তার দেহ তল্লাশি এবং সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করা কয়। এ সময় ব্যাগেজে সোনার মতো প্রতিচ্ছবি দেখা যায়। তার পরিহিত জুতার ভেতর, পোশাকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এবং ব্যাগেজে ৩২টি সোনার চুড়ি পাওয়া যায়। এ বিষয়ে পতেঙ্গা থানায় মামলা দায়ের পক্রিয়াধীন বলে জানিয়েছে কাস্টমস কর্মকর্তারা।

 

পূর্বকোণ/রাজীব/

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট