চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক

১২ মার্চ, ২০২৪ | ১১:৩৭ অপরাহ্ণ

নগরীর কদমতলী থেকে এক শিক্ষার্থীর মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) ভোরে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তাররা হলেন – মো.আলতাফ হোসেন (২৪), মো. মিসবাহ (২০) ও মো. কামাল হোসেন চৌকিদার (৩৫)।

এসআই বোরহান উদ্দিন জানান, গত ১০ মার্চ শিক্ষার্থী রায়হান উদ্দিনের দাখিল এবং আলিম সনদ সংশোধনের কপি নিয়ে ঢাকা থেকে ভোর ৪টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। পরে পায়ে হেঁটে কদমতলী ফিলিং স্টেশনের সামনে আসলে সিআরবি শিরীষতলার সড়কের প্রবেশমুখে অজ্ঞাতনামা ২-৩ জন রায়হানের গতিরোধ করে মোবাইল এবং পকেটে থাকা নগদ ৩৫০ টাকা ছিনতাই করে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় রায়হান থানায় অভিযোগ করলে অভিযুক্তদের গ্রেপ্তার করা  হয়।  

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট