রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাজারে অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার অধিদপ্তর। মঙ্গলবার (১২ মার্চ) সকালের এই অভিযানে ৭ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, ভুষি জাতীয় বস্তুর সাথে কাপড়ের রঙ মিশিয়ে গুঁড়া হলুদ মরিচ বিক্রয় করা, অতিরিক্ত দামে সবজি ও মাংস বিক্রি ও মূল্য তালিকা না রাখার কারণে ৭ ব্যবসায়ীকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
পূর্বকোণ/রাজীব/পারভেজ