চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ব্র্যাক ব্যাংকে নারী দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

১১ মার্চ, ২০২৪ | ৫:২৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্র্যাক ব্যাংক চট্টগ্রাম অঞ্চল গত ৮ মার্চ সিডিএ শাখায় এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বলা হয়– নারীদের আর্থিক অন্তর্ভুক্তিকরণ ও নারীর ক্ষমতায়নের উদ্দেশ্যে ব্র্যাক ব্যাংক সবসময় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে।

 

কেক কেটে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সানসাইন গ্রামার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান, দৈনিক আজাদী পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, মিডিয়া ব্যক্তিত্ব পারিহা আখতার, মৃন্ময় আর্ট গ্যালারি ও ক্যাফের স্বত্বাধিকারী ভাস্কর সামিনা এম. করিম। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রধান (কর্পোরেট) কায়েস চৌধুরী, আঞ্চলিক প্রধান (ডিস্ট্রিবিউশান নেটওয়ার্ক) জামশেদ আহমেদ চৌধুরী, ক্লাস্টার ও শাখা প্রধান (সিডিএ এভিনিউ শাখা) মোহাম্মদ জাহেদুল ইসলাম মজুমদার, শাখা প্রধান (হালিশহর) অলোকা সারাহ, তারা প্ল্যাটফর্মের ইসরাত ও পাপিয়া।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি আবিদা মোস্তফা, গাইনিকোলজিস্ট ডা. রওশন মোরশেদ, স্থপতি আশিক ইমরান, স্থপতি আলা ইমরান, হোটেল আগ্রাবাদের পরিচালক শাকিল নওয়াব আলী ও তার পত্নী ফারুবা আলী, এনএইচটি হোল্ডিংসের তানছির তাইমুর মোর্শেদ, প্যাসিফিক জিনসের পরিচালক লুদমিলা ফরিদ, এডিশনাল ডিআইজি মোহাম্মদ সুলায়মান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস, শিক্ষাবিদ ফারজানা মুনমুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সাইন্সের ডেপুটি রেজিস্ট্রার সাজেদা আখতার, নারী উদ্যোক্তা শায়লা ইসলাম ফ্লোরা, প্রান্তিক গ্রুপের পরিচালক নাসরিন সরওয়ার মেঘলা, তিলোত্তমা চট্টগ্রামের ফাউন্ডার সাহেলা আবেদিন প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফাহমিদা রহমান ও নিশান বড়ুয়া।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট