চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ইউআইটিএমর সাথে আইআইইউসির চুক্তি স্বাক্ষর

অনলাইন ডেস্ক

৩ মার্চ, ২০২৪ | ৯:৫৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ও Universiti Teknologi MARA (UiTM)  এর মধ্যে স্মারক চুক্তি সাক্ষরিত। ০৩ মার্চ রবিবার আইআইইউসির কনফারেন্স কক্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি সাক্ষরিত হয়।

 

এ সময় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, আইআইইউসি উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির সহ Universiti Teknologi MARA (UiTM) এর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন MARA (UiTM) এর অ্যাকাউন্টিং রিসার্চ ইন্সটিটিউট (ARI) এর প্রধান এসোসিয়েট প্রফেসর ড. নূর বলকিশ জাকারিয়া, এসোসিয়েট প্রফেসর ড. হাইনুরাকমা রাহিম, এসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ নাজমুল হক, আইআইইউসি আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. দেলোয়ার হোসেন, সিআরপির ডিরেক্টর জেনারেল প্রফেসর ড. মো. নাজমুল হক নদভী, রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, আইএএসডব্লিউডির ভারপ্রাপ্ত পরিচালক মো. মাহফুজুর রহমান, ফ্যাকাল্টি ডীনবৃন্দ, ডিপার্টমেন্ট চেয়ারম্যানবৃন্দ, ডিভিশন চেয়ারম্যান ও ডিরেক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সাক্ষরিত চুক্তির মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়সহ আরও গুরুত্বপূর্ণ বিষয় অতর্ভূক্ত রয়েছে। MARA (UiTM) প্রতিনিধিদের আইআইইউসির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা আইআইইউসি ক্যাম্পাস পরিদর্শন করেন।

 

এর আগে আইআইইউসি ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ ও শরীয়াহ ফ্যাকাল্টির উদ্যোগে গবেষক ও শিক্ষকদের জন্য ইমপেক্টফুল পাবলিকেশন এন্ড প্রফেশনাল এডভান্সমেন্ট বিষয়ক পৃথক দুটি ওয়ার্কশপের আয়োজন করা হয়, যেখানে MARA (UiTM) থেকে আগত প্রতিনিধি বৃন্দ মূল্যবান লেকচার প্রদান করেন।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট