চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও ইউনিভার্সিটি অফ টোকিও’র মধ্যে চুক্তি

বিজ্ঞপ্তি

৩ মার্চ, ২০২৪ | ৫:৩৭ অপরাহ্ণ

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ও ইউনিভার্সিটি অফ টোকিও’র মধ্যে শিক্ষার্থী বিনিময় চুক্তি স্বাক্ষর হয়েছে। রবিবার (৩ মার্চ) সকালে নগরীর এমএম আলী ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’র ভাইস চ্যান্সেলর ড. রুবানা হক, ইউনিভার্সিটি অফ টোকিওর ড. ইউজিন ইয়াগুচি এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের ড. কাওরি হায়াশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।।

এ সময় বক্তার বলেন, এই চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, একাডেমিক কার্যক্রম এবং সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি হবে। এতে দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মকাণ্ড গড়ে উঠবে। এই অংশীদারত্ব উভয় প্রতিষ্ঠানের মিশন-ভিশনকেও এগিয়ে নিয়ে যাবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট