চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

স্মৃতিসৌধ নির্মাণের জন্য প্রস্তাবিত ৩০ একর জমি পরিদর্শন

অনলাইন ডেস্ক

২৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:১৬ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন চট্টগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণের প্রস্তাবিত ৩০ একর জায়গা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলী মৌজার ৩০ একর জমি পরিদর্শন করেন তিনি।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবি, আশা-আকাঙ্ক্ষার প্রতীক চট্টগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর নির্মাণ। আমাদের প্রচেষ্টা থাকবে ২৬ মার্চের আগে অস্থায়ী ভিত্তিতে এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করার। পরবর্তীতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মাস্টার প্ল্যানের মাধ্যমে এখানে স্থায়ী স্মৃতিসৌধ নির্মাণ করবে।

ইতোমধ্যে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক উক্ত নির্ধারিত স্থান থেকে ঝোপ-ঝাঁড়, জঙ্গল পরিষ্কার করা হয়েছে এবং জায়গাটি একটু উঁচু-নিচু থাকায় এক্সেভেটর ও পেলোডার ব্যবহার করে উক্ত উঁচু-নিচু স্থানগুলো সমতল করে ওই জায়গায় ইটের ব্রিক সলিং ও চারপাশে কাটাতারের বেড়া নির্মাণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট