চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ অমানবিক

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:৩২ অপরাহ্ণ

মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন দৈনিক পূর্বকোণকে বলেন, হাজার হাজার হকারকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এক অমানবিক কাজ করছে।

 

হকাররাও মানুষ, তাদের ও তাদের পরিবারকে বাঁচতে দিতে হবে। কোন হকারই ফুটপাতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হকারি করতে চায় না। পরিবার পরিজনের ভরণপোষণের জন্যই নিরুপায় হয়ে ফুটপাতে হকারি করে থাকেন। কিছুদিন যাবৎ তারা হকারি করতে না পেরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। বাসা ভাড়া, ছেলে মেয়েদের স্কুলের বেতন ও ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে পারছেন না।

 

তাই হকারদের উচ্ছেদের আগে পুনর্বাসন বেশি জরুরি। তা না হলে লক্ষ লক্ষ হকার বেকার হয়ে দেশের জন্য অভিশাপ হিসেবে দেখা দিবে। এজন্য হকারদের পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। সেই সাথে ফুটপাতে হকারদের কাছ থেকে মাস্তানদের চাঁদাবাজিও বন্ধ করতে হবে। প্রকৃত হকারদের তালিকাভুক্ত করে পরিচয়পত্র দিয়ে সুরক্ষা আইন করে স্থায়ীভাবে তাদের জন্য ব্যবস্থা করতে হবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট