চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ফুটপাত দখলমুক্ত থাকলে যানজটও কমে যাবে

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ১২:১৮ অপরাহ্ণ

ফুটপাতে হাঁটা নাগরিকদের অধিকার। কিন্তু বছরের পর বছর ধরে হকারেরা ফুটপাত দখল করে নাগরিকদের হাঁটার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে আসছে। সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নিউ মার্কেট এলাকাসহ বেশ কয়েকটি জায়গা থেকে হকারদের সরিয়ে ফুটপাত দখলমুক্ত করেছে। এজন্য আমরা চসিককে ধন্যবাদ জানাই। কিন্তু বর্তমানে একটি গোষ্ঠী হকারদের পুনর্বাসনের কথা বলছেন। হকারদের পুনর্বাসন করা চসিকের কাজ না। এমনকি এসব হকারদেরও কিন্তু ফুটপাতে চসিক বসায়নি। তাহলে চসিক কেন হকারদের পুনর্বাসন করবে? এরপরও যারা ফুটপাত দখল করে ব্যবসা করে আসছে, তারা সবাই স্বল্প আয়ের মানুষ। চসিকের যদি সুযোগ থাকে তাহলে ওয়ার্ড ভিত্তিক এসব হকারদের বসার কোন ব্যবস্থা করা যায় কিনা তা বিবেচনা করা যেতে পারে।

আমরা চাই ফুটপাত ২৪ ঘণ্টা উন্মুক্ত থাকবে। নারী, শিশুসহ সব শ্রেণি পেশার মানুষ ফুটপাতে নির্বিঘেœ হাঁটবে। ফুটপাত দখলমুক্ত থাকলেই চট্টগ্রামের সৌন্দর্য বাড়বে। দখলমুক্ত ফুটপাত যাতে হকারেরা পুনরায় দখল করতে না পারে সেজন্য প্রশাসনকে আরো কঠোর হতে হবে। কোনভাবেই ফুটপাত আর দখল হতে দেয়া যাবে না। ফুটপাত দখলমুক্ত থাকলে নগরীর যানজটও অনেকাংশে কমে যাবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট