চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:০১ অপরাহ্ণ

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের দায়ে চট্টগ্রাম নগরীর চার প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর রুবি গেট ও চান্দগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান।

 

তিনি জানান- অভিযানে থাই ফুডকে এক লাখ টাকা, আল হাসান বেকারিকে দুই লাখ টাকা, পাছাজিও ফুডকে এক লাখ টাকা এবং গ্র্যান্ড সিকদার হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও হোমমেড ফুডসকে সতর্ক করা হয়েছে এবং মডার্ন হাসান বেকারির কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

 

জনস্বার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট