চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণে জেসিআই চট্টগ্রাম

অনলাইন ডেস্ক

২১ ফেব্রুয়ারি, ২০২৪ | ৪:৫৪ অপরাহ্ণ

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল স্কুল ও কলেজ মাঠের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবকের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রামের নেতৃবৃন্দ।

 

এতে উপস্থিত ছিলেন জেসিআই চট্টগ্রামের বর্তমান প্রেসিডেন্ট ইসমাইল মুন্না, নির্বাহী সহ-সভাপতি আয়াজ ইসলাম চৌধুরী ও ইশতিয়াক আলম চৌধুরী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান হাসান ওভী, কোষাধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দিন নাহিদ এবং পরিচালক ফারিয়া আকবর রিয়া ও আশরাফ হোসেন।

 

মাতৃভাষা দিবস পালন সম্পর্কে জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট ইসমাইল মুন্না বলেন, ‘আমি বিশ্বাস করি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন আমাদের নিজস্ব ভাষার উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি বহুভাষিক শিক্ষার মাধ্যমে একটি তারুণ্যনির্ভর ভবিষ্যৎ গড়তে ইতিবাচক ভূমিকা পালন করবে। এটাই আমাদের প্রত্যাশা।’

 

আজ থেকে ৭২ বছর আগের এক বৃহস্পতিবার, বাংলা তারিখ ছিল ৮ ফাল্গুন, ইংরেজি ২১ ফেব্রুয়ারি। ভাষার দাবিতে রাজপথে নামা কিছু তরুণের বুকের তাজা রক্তে লাল হয় ঢাকার রাজপথ। আজ সেই দিনটিকে স্মরণ করার দিন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট