চট্টগ্রাম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

শাহ আমানতে তালা ও চার্জলাইটের ব্যাটারিতে মিলল দেড় কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি, ২০২৪ | ১:৫২ অপরাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বড় একটি তালার ভেতরে ও চার্জলাইটের ব্যাটারির ভেতরে স্বর্ণের পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে লুকিয়ে আনা দেড় কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।

 

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে FZ-0563 ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

 

বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, ফ্লাইটটি সকাল ৯টা ৪৮ মিনিটে অবতরণ করে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট