চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে শুরু হয়েছে জাতীয় পথনাট্য উৎসব

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৫১ অপরাহ্ণ

‘রাজনীতির মাপকাঠি, শিল্প সাহিত্য সংস্কৃতি’-স্লোগানকে প্রতিপাদ্য করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের পথনাট্য উৎসব শুরু হয়েছে।

 

মঙ্গলবার (২০ ফ্রেবুয়ারি) বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে অনুষ্ঠানের সূচনা হয়। জাতীয় পথনাট্য উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব একুশে পদকপ্রাপ্ত ওস্তাদ আজিজুল ইসলাম।

 

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোসলেম উদ্দিন সিকদারের সভাপতিত্বে এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কথামালা পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যকার রবিউল আলম।

 

অতিথিদের মধ্যে ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সভাপতিমন্ডলীর সদস্য অধ্যাপক সঞ্জীত বড়ুয়া, অধ্যাপক ম সাইফুল আলম চৌধুরী। উদ্বোধন ও কথামালা পর্বশেষে নৃত্যশিল্পী প্রমা অবন্তীর পরিচালনায় উদ্বোধনী নৃত্য পরিবেশন করে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল।

 

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ও আগামীকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) দু’দিন ব্যাপী জাতীয় পথ নাট্যোৎসবের প্রথম দিন আজ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির অনিরুদ্ধ মুক্তমঞ্চে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের পরিবেশনায় নাটক একাত্তরের তেলেসমাতি, উত্তরাধিকারের পরিবেশনায় নাটক জাগো বাহে, অ্যাঁডাগার্ডের পরিবেশনায় নাটক ভিশনারি লিডার মঞ্চায়িত হয়। দ্বিতীয় দিন (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টা থেকে তির্যক নাট্যগোষ্ঠী, গণায়ন নাট্য সম্প্রদায়, মঞ্চমুকুট নাট্যগোষ্ঠী, থিয়েটার স্লোগান নাটক মঞ্চায়ন করবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট