চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ডিএসকে-ওয়াটার এইডের যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

২০ ফেব্রুয়ারি, ২০২৪ | ৫:৪৩ অপরাহ্ণ

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এবং ওয়াটার এইডের যৌথ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স হলে ডিএসকের উদ্যোগে ওয়াশ পরিষেবা উন্নত করার লক্ষ্যে যৌথ পরিকল্পনা প্রস্তুত করতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো. লাল হোসাইন এবং ওয়াটার এইড বাংলাদেশের প্রোগ্রাম লিড-(ইউনিভার্সাল এক্সেস) বাবুল বালা। ডিএসকে’র (স্বাস্থ্য) ডাক্তার মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা মো. আবুল হাশেম।
অনুষ্ঠানের শুরুতে বাবুল বালা ওয়াটার এইড বাংলাদেশের কার্যক্রম তুলে ধরেন। এরপর প্রকল্পের বিভিন্ন কর্মকান্ডের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন ডিএসকে’র প্রকল্প ব্যবস্থাপক আরেফাতুল জান্নাত।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থি ছিলেন- চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ঊর্ধ্বতন স্থপতি মো. গোলাম রব্বানী চৌধুরী, ওয়াটার এইড বাংলাদেশের প্রজেক্ট কো-অডিনেটর মো. মামুন চৌধুরী ও সিনিয়র প্রেগ্রাম অফিসার এম এম মামশাদ।
ডিএসকে চট্টগ্রামের ১২টি ওয়ার্ডের ২১ টি বস্তিতে কমিউনিটি টয়লেট নির্মাণ, পুনঃনির্মাণ, ভাসমান মানুষের জন্য পাবলিক টয়লেট নির্মাণ, মানববর্জ্য ব্যবস্থপনা কার্যক্রম, স্কুল ওয়াশ কার্যক্রম, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ইস্যু, জেন্ডার সমতা, শহুরে জলাভূমি পুনরুজ্জীবন, নারীর প্রতি বৈষম্য রোধ এবং বস্তি পর্যায়ে হাইজিন নিয়ে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট