চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

লরির ধাক্কায় দুর্ঘটনার কবলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বাস

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৪ | ১:০৪ অপরাহ্ণ

ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস। আজ সকালে সীতাকুণ্ড এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় চট্টগ্রামের টিম বাসের। তবে বাসটিতে দলটির কোনো ক্রিকেটার ছিলেন না। 

বিপিএলের ঢাকা পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে গতকাল। এরপরের পর্ব শুরু হবে চট্টগ্রামে। সে লক্ষ্যে ক্রিকেটারদের সরঞ্জাম নিয়ে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিল ফ্র্যাঞ্চাইজিটির টিম বাস। 

চট্টগ্রামের বাসটিতে দলটির টিম বয়রাও ছিলেন। তবে দুর্ঘটনায় বাসে থাকা কারোও কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে।  

আগামী ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বিপিএল। এ পর্বে ম্যাচ হবে মোট ১২টি। প্রথম ম্যাচেই কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। এবারের আসরে এখনো পর্যন্ত ৮ ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে বন্দরনগরীর দলটি। ১০ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার তিনে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট