চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

পতেঙ্গায় প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৪ | ৫:৫০ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মো. ম‌নির হোসেন (৩৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সাইকেল আরোহী মনির হোসেন কক্সবাজার চক‌রিয়া উপজেলার বদরখালী পূর্ব কোস পাড়ার মোজাম্মেল হকের ছেলে। তি‌নি পতেঙ্গা এলাকার একটি হোটেলের কর্মচারী।

 

শ‌নিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে পতেঙ্গা থানাধীন বেড়িবাঁধ সংলগ্ন আউটার রিং রোড চরপাড়া ঘাট এলাকায় পাকা রাস্তার উপর এ দুর্ঘটনা ঘটে।

 

এ ব্যাপারে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ক‌বিরুল ইসলাম বলেন, বেড়িবাঁধ সংলগ্ন আউটার রিং রোড চরপাড়া ঘাট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাইকেল আরোহী ম‌নির হোসেনের মৃত্যু হয়েছে। চালকসহ প্রাইভেটকারটি আটকের চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট