চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মুনিরীয়া যুব তবলীগের বিরুদ্ধে বিক্ষোভ নোয়াপাড়া-পূর্বগুজরায়

নিজস্ব সংবাদদাতা, রাউজান

৬ মে, ২০১৯ | ১:৪২ পূর্বাহ্ণ

মুনিরীয়া যুব তবলীগ কমিটির উগ্রপন্থীদের বিরুদ্ধে নোয়াপাড়া পথের হাটে ও পূর্ব গুজরায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।
উপজেলা দক্ষিণের সর্বস্তরের সুন্নি জনতার উদ্যোগে নোয়াপাড়া পথের হাটে আয়োজিত কর্মসূচিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশে হাজার হাজার সুন্নি জনতা, রাজনৈতিক, সামাজিক, সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম। মুহাম্মদ হানিফের সঞ্চালনায় বক্তব্য দেন উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য দিদারুল আলম, প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া মেম্বার, অধ্যক্ষ ইলিয়াছ নুরী, নাছির উদ্দিন মাহমুদ, আলহাজ আবু বক্কর সওদাগর, আহমেদ সৈয়দ, আজিজুল হক, অধ্যক্ষ ওমর ফারুক, আমান উল্লাহ আমান, মঈনুদ্দিন রেজবী, জাহাঙ্গীর সিকদার, বেলাল উদ্দিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, আজম রাশেদ, দিদারুল আলম, সদস্য জসিম উদ্দিন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, হাবিবুল ইসলাম চৌধুরী, অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন, কামাল উদ্দিন, শফিউল আজম কোম্পানী, সেকান্দর হোসেন, এস.এম হাফিজুর রহমান, অধ্যক্ষ শওকত হোসেন রেজবী, জাহেদুল হক, মফিজুল আলম শাহ, হাফেজ সালাহ উদ্দিন, নুর আহমেদ, মাওলানা অলিয়র রহমান, নওশাদ হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, ইউনুছ আলম।
এদিকে পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মুনিরীয়া যুব তবলীগ কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল শুক্রবার বিকেলে মধ্যম আধার মানিকস্থ অলিমিয়া হাটে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও প্যানেল চেয়ারম্যান দিদারুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, বশির উদ্দিন খান, আন্দোলনের নেতৃত্বদানকারী উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, স্বপন কুমার বড়–য়া, যুবলীগ নেতা আহসান হাবিব চৌধুরী হাসান, স্বপন চৌধুরী, ড. রোশাঙ্গীর আলম, নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, বেলাল উদ্দিন, মাহামুদ হোসেন, মাওলানা আবদুল মালেক, মঈন উদ্দিন মঈন, জাহাঙ্গীর আলম মেম্বার, জমির উদ্দিন বাবুল, আবদুস ছালাম, ফুটন বড়–য়া, মো. ইলিয়াছ, জানে আলম, আবদুল কাইয়ুম, নুরুল ইসলাম, আরফাত আলিফ, আবু বক্কর, ইরফান ফয়েজ, আকতার প্রমুখ। বক্তারা বলেন, এ সংগঠনের কর্মীদের হাত থেকে ধর্মীয় বক্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা, শিশুসহ সকল শ্রেণির মানুষ বিভিন্ন সময় ধারাবাহিকভাবে হামলার শিকার হয়েছে। মুনিরীয়া আগামীতে কাগতিয়ার বাইরে তরিক্বতের নামে কার্যক্রম চালাতে পারবে না। এজন্য তাদেরকে মুচলেকা দিতে হবে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট