গত জানুয়ারি মাসে বায়েজিদ এলাকা থেকে ট্রাফিক আইন আমান্য করায় ৪৩০ যানবাহন আটক করেছে ট্রাফিক উত্তর বিভাগের ট্রাফিক ইন্সেপেক্টর (বায়েজিদ) আলমগীর। বুধবার (৭ ফেব্রুয়ারি) মাসিক কল্যাণ সভায় জানুয়ারি মাসের সার্বিক কর্মদক্ষতায় ১ম স্থানের ক্রেস্ট তুলে দেন ট্রাফিক উত্তর বিভাগের উপ -পুলিশ কমিশনার জয়নুল আবেদীন।
এছাড়া সার্জেন্টদের মধ্যে ১ম স্থান অর্জন করেন মাসুদ রানা, ২য় স্থান অর্জন করেছে মো.শাহিন মিয়া, ৩য় স্থান মো.সাদিকুর রহমান, ৪র্থ। স্থান আশিকুর রহমান আবির, ৫ম স্থান কামরুল আজিম, ৬ষ্ঠ স্থান জাকির হোসেন, ৭ম স্থান মোস্তফা কামাল।
বিশেষ মূল্যায়ণ পুরুষ্কার পেয়েছেন সহকারী কমিশনার (ট্রাফিক উত্তর) আসিফ মাহমুদ গালিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন এডিসি (ট্রাফিক উত্তর) কীর্তিমান চাকমা, টিআই প্রশাসন (উত্তর) মো. কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, টিআই (মোহরা) মো. কামরুজ্জামান রাজ, টিআই (মুরাদপুর) উত্তম কুমার দেবনাথ, টিআই (খুলশী) মো. আব্দুস সবুর, টিআই (চান্দগাঁও) বিপুল পাল, উত্তর বিভাগের অন্যান্য সার্জেন্ট ও সদস্যবৃন্দ।
ট্রাফিক ইন্সেপেক্টর (বায়েজিদ) মো. আলমগীর হোসেন জানান, গত জানুয়ারি মাসে ট্রাফিক আইন আমান্য করায় ৪৩০ যানবাহন আটক করা হয়। তারমধ্যে গ্রাম সিএনজি ১৭২টি, ব্যাটারি রিকশা ১০৮টি, টেম্পো ৪২টি, ট্রাক ৩২ টি, পিকআপ ১৫টি, বাস ৭টি, মোটরসাইকেল ২৭টি, মাইক্রো ও অন্যান্য যানবাহন রয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ