চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ভোলার গণধর্ষণ মামলার প্রধান আসামি চান্দগাঁওয়ে ধরা

নিজস্ব প্রতিবেদক

৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ২:০৪ অপরাহ্ণ

ভোলার গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. সাগরকে (২০) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাগর ভোলার লালমোহন থানার মনির বাকলাইয়ের ছেলে।

 

সোমবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা রাস্তার মাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, ভোলার লালমোহান থানার চরভূতা এলাকার বখাটে যুবক সাগর ভিকটমিকে প্রায়ই প্রেমের প্রস্তাব দিত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১২ জানুয়ারি সাগর তার সঙ্গীসহ ভিকটিমকে তার বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গণধর্ষণ করে। এ ঘটনায় ২৫ জানুয়ারি আদালতে একটি মামলা দায়ের করা হয়। আদালত পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিলে পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করে।

 

তিনি আরও বলেন, মামলার প্রধান আসামি সাগরকে গতকাল চান্দগাঁও থানাধীন মোহরা রাস্তার মাথা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ভোলার লালমোহন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট