চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

নিরাপদ খাদ্য নিশ্চিতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

২ ফেব্রুয়ারি, ২০২৪ | ৬:৩৮ অপরাহ্ণ

‘স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

 

চট্টগ্রামের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রামের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মো. ফকরুল আলম, কনজিউমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রামের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর এবং ক্যাব যুব গ্রুপের সভাপতি আবু হানিফ নোমান উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

পূর্বকোণ/জেই/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট