চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চান্দগাঁওয়ে চোরচক্রের সদস্য ধরা, দুই মোটরসাইকেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৩১ জানুয়ারি, ২০২৪ | ৪:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য গোলামুর রহমান প্রকাশ মনাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ১১টায় নগরীর এক কিলোমিটার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

জানা গেছে, গ্রেপ্তারের পর আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

বিয়ষটি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, গতকাল রাতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর ক্রের সক্রিং সদস্য গোলামুর রহমান প্রকাশ মনাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট