চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৪ | ৪:৩২ অপরাহ্ণ

কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনের ইঞ্জিনে কাটাপড়ে মিজানুর রহমান (৪০) নামে একব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মিজানুর রহমান ভোলা জেলার সুলতান রহমানের ছেলে।

 

রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম পূর্বকোণকে বলেন, রেললাইন পার হওয়ার সময় কক্সবাজার থেকে আসা ট্রেনের ইঞ্জিনে কাটাপড়ে একব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট