চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

জামালখানে এসির কাজ করতে গিয়ে খালে পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

২২ জানুয়ারি, ২০২৪ | ৫:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় এসির কাজ করতে গিয়ে ছিটকে পড়ে রাজীব দাশ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাজীব দাশ সাতকানিয়া উপজেলার ধর্মপুর গ্রামের মনোরঞ্জন দাশের ছেলে।

 

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মিয়া বলেন, মিলেনিয়াম নামের একটি ভবনের বাইরে এসির কাজ করতে উঠেছিল রাজীব নামে এক ট্যাকনিশিয়ান। কাজ করার সময় হঠাৎ দড়ি ছিঁড়ে পড়ে খালে পড়ে যায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট