চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ১৯তম সভা

বিজ্ঞপ্তি

১৬ জানুয়ারি, ২০২৪ | ১০:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ১৯তম মাসিক সভা মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সংগঠনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব এবং বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. মো. আবু তারেক ইকবাল, ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, প্রফেসর ডা. সাহেনা আক্তার, ডা. এ কে এম নাছির উদ্দিন, অনারারী এডভাইজার (ল্যাব) আবুল কালাম (তোহা), সংগঠনের অপারেশনাল কমিটির আহ্বায়ক হাসিনা আকতার লিপি প্রমুখ।
সভায় ইস্পাহানি গ্রুপ কর্তৃক পরিচালক আলী ইস্পাহানি ও ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার শাহ মইনউদ্দিন হাসান সংগঠনের সভাপতির কাছে ১ কোটি টাকার চেক অনুদান হিসেবে প্রদান করেন। এতে সংগঠনের ১৮তম সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত অনুমোদন প্রদান, বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে স্যুভেনিয়র প্রকাশ, ভ্যাট রিটার্ন সম্পর্কে আলোচনা, মার্চে সাতকানিয়ায় ফ্রি হার্ট ক্যাম্প করার বিষয়ে আলোচনা, এক্স-রে মেশিন ক্রয় সংক্রান্ত অনুমোদন, ইনডোর চিকিৎসা কার্যক্রম চালুকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।-বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট