চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

কোতোয়ালীতে ছিনতাইকারীদের মাস্টারমাইন্ড গ্রেপ্তার, অস্ত্র-কার্তুজ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৪ | ৫:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে অস্ত্র ও কার্তুজসহ ছিনতাইকারীদের মাস্টারমাইন্ড মো. মেহরাজকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গ্রেপ্তার মেহেরাজ বরিশালের বাবুগঞ্জ থানার আগরপুর এলাকার মো. নাছিরের ছেলে। বর্তমানে সে নগরীর সিআরবি এলাকায় বসবাস করে।

 

মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন। তিনি জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় স্টেশন রোড এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১টি এলজি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মেহেরাজ জিজ্ঞাসাবাদে জানায়, এই অস্ত্র দিয়ে সে নগরীর টাইগারপাস, কাঠের বাংলো, পলোগ্রাউন্ড, আটমার্চিং মোড়, বিআরটিসি মোড়, কদমতলী মোড়, বাটালী রোড, স্টেশন রোড, সিআরবি-গোয়ালপাড়াসহ বিভিন্ন স্থানে ছিনতাই ও অপরাধমূলক কাজ করার জন্য অবস্থান করছিল। অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট