
চট্টগ্রাম ১০ আসনে ৫৯ হাজার ০২৪ ভোট পেয়ে আবারও নির্বাচিত হয়েছে মো. মহিউদ্দীন বাচ্চু। রবিবার রাতে নগরের রিটার্নিং অফিসারের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
মোট ১৪৮টি ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে নৌকা প্রতীক নিয়ে মহিউদ্দীন বাচ্চু পেয়েছেন ৫৯ হাজার ০২৪ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম (ফুলকপি) পেয়েছেন ৩৯ হাজার ৫৩৫ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ (কেটলি) পেয়েছেন ২০৩৮ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবুল বাশার মোহাম্মদ জয়নুল আবেদীন (চেয়ার) পেয়েছেন ৫৬৫ ভোট, জাতীয় পার্টির জহুরুল ইসলাম রেজা (লাঙ্গল) পেয়েছেন ৪২৩ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির মিজানুর রহমান (একতারা) পেয়েছেন ২৯৬ ভোট, তৃণমুল বিএনপির ফেরদাউস বশির (সোনলী আঁশ) পেয়েছেন ৩৪৭ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মু. আলমগীর ইসলাম বঈদী (মোমবাতি) পেয়েছেন ২০৮ ভোট, জাসদের মো. আনিসুর রহমান (মশাল) পেয়েছেন ১৫৮ ভোট, স্বতন্ত্র প্রাথী ওসমান গনি (ঈগল) পেয়েছেন ১৫৫ ভোট।
পূর্বকোণ/রাজীব/পারভেজ