চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম-১৫ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি, ২০২৪ | ১০:৪২ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া আংশিক আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী আব্দুল মোতালেব।

 

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

 

১৫৭টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া আংশিক আসনে নির্বাচনে লড়েছেন ৭ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন ৩৯ হাজার ২৫২ ভোট। বিজয়ী প্রার্থী ঈগল প্রতীকের আব্দুল মোতালেব পেয়েছেন ৮৫ হাজার ৬২৮ ভোট।

 

ঘোষিত ফলাফল অনুযায়ী মোমবাতি প্রতীকের মুহাম্মদ আলী হোসাইন ৩৬২ ভোট, হাতঘড়ি প্রতীকের মুহাম্মদ সোলাইমান কাসেমী ১৫০ ভোট, লাঙ্গল প্রতীকের প্রার্থী মোহাম্মদ ছালেম ৩৮০ ভোট, মিনার প্রতীকের প্রার্থী মোহাম্মদ হারুন ২৯৪ ভোট ও ছড়ি প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন ৮৬ ভোট পেয়েছেন।

 

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়া আংশিক আসনে মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৪১১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৪ হাজার ৭০৯ জন ও নারী ভোটার ২ লাখ ১৩ হাজর ৭০২ জন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট