
চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে থানার ৩৮ নম্বর ওয়ার্ড ধুপপুল এলাকায় এ ঘটনা ঘটে। এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের একটি ভোটকেন্দ্র।
জানা গেছে, আগুন দেওয়া স্কুলটিতে আগামীকাল রবিবার ভোটগ্রহণ করা হবে। কেন্দ্রটিতে ৩ হাজার ২৯২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে এক হাজার ৬২৫ জন পুরুষ এবং এক হাজার ৬৬৭ জন নারী ভোটার রয়েছেন।
ফায়ার সার্ভিস বন্দর স্টেশনের সিনিয়র অফিসার মো. শামীম মিয়া পূর্বকোণকে বলেন, ভোর ৫টার দিকে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট পৌঁছে। তারা পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ