আগামী ১ জানুয়ারি থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এবং চট্টগ্রাম রাইফেল ক্লাবের সার্বিক সহযোগিতায় শুরু হতে যাচ্ছে ‘জেলা প্রশাসক ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৪’।
চট্টগ্রাম রাইফেল ক্লাবে অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টে রয়েছে পুরুষদের জন্য তিনটি এবং নারীদের জন্য একটিসহ মোট চারটি ডাবলস ইভেন্ট।
চট্টগ্রামের যেকোনো স্থায়ী বাসিন্দা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন। এতে প্রতি টিমের রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৮ ডিসেম্বর। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ +8801873413484।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, খেলাধুলা মানুষের শরীর বৃত্তীয় ও মানসিক বিকাশে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ভ্রতৃত্বের বন্ধন ও সৌহার্দপূর্ণ আচরণ গঠনে ব্যাপকভাবে প্রভাবিত করে। এ জন্য জেলা প্রশাসনের উদ্যোগে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে। সকলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট সফল হয়ে ভবিষ্যতে এর গুরুত্ব বাড়াবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ