চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

লিফলেট বিতরণকালে বিএনপির ২ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২৩ | ১০:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামে লিফলেট বিতরণকালে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) জুমার নামাজের পর নগরীর বন্দর থানাধীন কলসীদীঘির পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ ও যুবদল নেতা আরিফুর রহমান আরিফ।

 

তাদের গ্রেপ্তারের অভিযোগ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইদ্রিস আলী।

 

এ দিকে দুই নেতার গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ সিনিয়র নেতারা।

 

বিবৃতিতে নেতারা বলেন, বিএনপি নেতা এম এ আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিষ্ঠিত ব্যবসায়ী এম এ আজিজ স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করে সাধারণ মানুষের মধ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছিলেন। তারা সামান্য লিফলেট বিতরণ কর্মসূচিকেও সহ্য করছে না। কিন্তু বিএনপির আন্দোলন দমানোর জন্য সরকারের কোনও কৌশলই সফল হবে না। বিএনপির নেতৃত্বও দুর্বল করা যাবে না। কারাগারের বাইরে থাকা বিএনপির সর্বশেষ ব্যক্তিটি আন্দোলনের নেতৃত্ব দেবে। আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন হবে।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট