নগরীর চকবাজার থানার অভিযানে ছয় চোরাই মোটরসাইকেলসহ পাঁচ যুবক গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর।
গ্রেপ্তাররা হলেন- মো. নুর উদ্দিন সেলিম (২২), মো. আবুল হোসেন অনিক (২৪), মো. নাসির উদ্দিন (৩৬), মো. তৈয়ব রায়হান প্রকাশ তপু (৩০), মো. নজরুল ইসলাম (৩২)।
ওসি ওয়ালী উদ্দিন আকবর বলেন, গ্রেপ্তার আসামিদের নিকট থেকে উদ্ধারকৃত অধিকাংশ মোটরসাইকেলের ইঞ্জিন ও চ্যাসিস নং ঘষামাজা করা এবং রং লাগানো। তারা দীর্ঘদিন দিন ধরে চট্টগ্রাম মহানগরসহ দেশের নানা স্থানে চোরদের নিকট থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ/ক্রয় করে পরস্পর যোগসাজশে বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ