চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামের প্রকৌশলী এসএম রিজওয়ানুল বারী আর নেই

নিজস্ব প্রতিবেদক

২০ ডিসেম্বর, ২০২৩ | ১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বিশিষ্ট প্রকৌশলী এসএম রিজওয়ানুল বারী (৬৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

 

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বাদ আছর নগরীর চকবাজার অলি খাঁ মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ এশা পাঁচলাইশ থানাধীন ওয়াজেদিয়ায় পারিবারিক মসজিদে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

প্রসঙ্গত: এসএম রিজওয়ানুল বারী বিশিষ্ট শিল্পপতি মরহুম এসএম নাসির উদ্দিনের বড় ছেলে ও সিডিএ’র চেয়ারম্যান জহুরুল আলম দোভাষের আপন ভগ্নিপতি। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট