চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৩ | ৬:১৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে চোরাই মালামাল ক্রয়-বিক্রয় চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রচুর স্বর্ণালঙ্কার ও নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলো- মো. হাবিবুর রহমান প্রকাশ হাবিব (২৬), মো. সাইফুল হাওলাদার (২৪), মো. সাকিব হাওলাদার (২৫) ও ইমন ধর (৩০)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের মজুমদার। তিনি বলেন, বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর, কমিশনার গলি, ওয়াশিল চৌধুরীপাড়া, মান্নান চৌধুরীর বিল্ডিং থেকে অভ্যাসগত চোরাই মালামাল ক্রয় বিক্রয়কারী চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়। আসামিরা অভ্যাসগতভাবে চোরাই মালামাল ক্রয় বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় বন্দর থানায় নিয়মিত মামলার রুজু করা হয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট