চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কোতোয়ালীতে গাঁজাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৩ | ৩:১৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘি এলাকা থেকে ২০ কেজি গাঁজা ও সাজ্জাত হোসেন মজুমদার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার হেফাজত থেকে একটি নোহা গাড়িও জব্দ করা হয়।

 

বুধবার (১৩ ডিসেম্বর) রাতে লালদিঘির পূর্ব পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সাজ্জাত হোসেন মজুমদার ফেনী জেলার ছাগলনাইয়া পৌরসভার ২৮৩ মজুমদার বাড়ির মির হোসেন মজুমদারের ছেলে।

 

কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন জানান, লালদিঘী পূর্ব পাড়স্থ একটি চা পাতার দোকনের সামনে রাস্তার উপর থেকে একটি সাদা রংয়ের নোহা গাড়িসহ জব্দ করা হয়। এ সময় গাড়ি থেকে ২০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করলেও গাড়ির চালক পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট