চট্টগ্রাম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

শ্রেষ্ঠ সন্তানদের হারানোর দিন

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৩ | ১২:৩০ অপরাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।

 

মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। তারা তাদের এ দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ বহু মানুষকে হত্যা করে। বিশেষ করে ১৪ ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়।

বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পরেও ঢাকার রায়েরবাজার ইটখোলা ও মিরপুরের বধ্যভূমিসহ দেশের বিভিন্ন ’স্থানে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষত-বিক্ষত মৃতদেহ পাওয়া যায়।

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দীন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ২৫ মার্চ কালরাত থেকে শুরু করে মুক্তিযুদ্ধের পুরোটা সময় জুড়েই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। দেশের খ্যাতনামা বুদ্ধিজীবীদের নির্মম হত্যাকা- এক অপূরণীয় ক্ষতি। একটি অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সোনার বাংলা গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে।

 

অন্যদিকে, দেশের উন্নয়ন-অগ্রযাত্রা এবং গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী, স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করতেই বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে।

 

শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল ৭টা ৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ৭টা ৬ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধারা সকাল ৭টা ২২ মিনিটে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৮টায় রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

 

এছাড়াও এদিন দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

 

চট্টগ্রাম সেক্টর কমান্ডারস ফোরাম : চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরামের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার (অ¯’ায়ী) চত্বরে স্মরণানুষ্ঠান ও সূর্যাস্তের পর প্রদীপ প্রজ¦লনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংগঠনের মহানগর সভাপতি ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন। প্রধান বক্তা ছিলেন চবির ডিন কমিটির সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী।

 

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি নুরুল আলম মন্টু, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, চবির সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল। বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, জেলা সহ-সভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, সম্পাদকম-লীর সদস্য আবদুল মালেক খান প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. অনুপম সেন বলেন, মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ঊষালগ্নে ১০ থেকে ১৪ ডিসেম্বর দখলদার বর্বর পাকিস্তান সেনাবাহিনী এদেশীয় রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর প্রত্যক্ষ সহায়তায় প্রথম শ্রেণির বুদ্ধিজীবীদের হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশকে মেধাশূন্য করে দেয়া। তিনি মুক্তিযুদ্ধে বাঙালি গণহত্যার অবিলম্বে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য জাতিসংঘের প্রতি দাবি জানান।

 

মহানগর আওয়ামী লীগ : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় পাহাড়তলীর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এছাড়া আগামীকাল শুক্রবার মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

মহান বিজয় দিবস উপলক্ষে সংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর সকাল ৯টায় অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও সকাল ১০টা ৩০ মিনিট থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচিগুলো সফলে মহানগর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

 

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে আন্দরকিল্লায় সংগঠনের কার্যালয়ে আজ বিকেল ৩টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় নেতাকর্মীসহ সবাইকে উপ¯ি’ত থাকার জন্য জেলা আওয়ামী লীগ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান অনুরোধ জানিয়েছেন।

মহানগর বিএনপি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিকাল ৩টায় কাজীর দেউড়ির নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে আলোচনা সভার আয়োজন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এতে উপ¯ি’ত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট