চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

বেশি দামে পেঁয়াজ বিক্রি, পাহাড়তলীর ২ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৩ | ৬:২৬ অপরাহ্ণ

বেশি দামে পেয়াঁজ বিক্রির দায়ে নগরীর পাহাড়তলী বাজারের ২ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার ( ১০ ডিসেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম অফিসের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এই অভিযান পরিচালনা করেন। 

 

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম অফিসের সহকারী পরিচালক রানা দেব নাথ পূর্বকোণকে জানান,  বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে পাহাড়তলীর মেসার্স বাছামিয়া সওদাগরকে ২০ হাজার টাকা ও মেসার্স কালু শাহ এন্টারপ্রাইজকে  ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই অভিযানে টিসিবির তেল ও অননুমোদিত রঙ বিক্রয়ের দায়ে বায়েজিদ থানাধীন আমিন কলোনি এলাকার ছৈয়দ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট